![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর: স্মার্টফোনে গান শোনার জন্য হেডফোন ছাড়াও অনেকেই ব্লটুথ স্পিকার ব্যবহার করে থাকেন, কিন্তু বেশিরভাগ সময়ই সেগুলো সাবউফারের অভাবে ভালো পরিমাণে বেস দিতে পারে না।
এই সমস্যা সমাধানে সনি দুটি ব্লটুথ স্পিকার তৈরি করেছে। এটি আকৃতিতে খুব বেশি বড় নয় তবে সাউন্ডে বেসের কোনো কমতি নেই।
দুটি স্পিকারই প্রায় কাছাকাছি ডিজাইনের। তবে এক্সবি ৪০ এর তুলনায় এক্সবি ৩০ কিছুটা ছোট, হালকা ও কম শক্তিশালী।
ফিচারেও খুব বেশি ভিন্নতা নেই। এক্সবি ৪০এ রয়েছে দুটি শক্তিশালী স্পিকার, দুটি বেস রেডিয়েটর, ও ব্লটুথ পেয়ার করার জন্য এনএফসি সুবিধা। স্পিকারটি একটানা ২৪ ঘণ্টা চলতে সক্ষম, তবে ‘এক্সট্রা বেস মোড’ চালু করা হলে চার্জ কিছুটা দ্রুত কমে যাবে। স্পিকারটিতে এলইডি লাইটিংয়ের সুবিধাও রয়েছে, যা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
এক্সবি ৩০ স্পিকারটিতেও একই ধরনের ফিচার রয়েছে। তবে এতে সাউন্ডের পাওয়ার কিছুটা কম ও ব্যাটারির আকৃতিও কমিয়ে দেওয়া হয়েছে।
দুটি স্পিকারেই রয়েছে ক্লিয়ার অডিও+ প্রযুক্তি, পানি ও ধুলা নিরোধক বডি ও দুটি স্পিকার একসঙ্গে ব্যবহার করে স্টেরিও সাউন্ড পাওয়ার সুবিধা।
মেলা উপলক্ষে স্পিকার দুটি ১৯,৯০০ ও ১৫,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।
মেলা থেকে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি