![]() |
তুসিন আহমেদ,টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক সময় ওয়েবসাইট ছবি আপলোডের সময় বড় সাইজের ছবি হলে অসুবিধা হয়। আবার যদি বড় সাইজের ছবির সাইজ কমিয়ে দেওয়া হয় তাহলে রেজুলেশনে ঝামেলা সৃষ্টি হয়।
এই ঝামেলায় থেকে মুক্তি দেবে রিওটি নামে ছোট একটি সফটওয়্যার। এটি ব্যবহার করে সহজেই ছবির সাইজ কামিয়ে আনা যাবে।
চলুন দেখে নেওয়া যাক সফটওয়্যারটির ফিচার সমূহ:
সফটওয়্যারটি হালকা পাতলা ধরনের, তাই এটি ব্যবহার করলে কম্পিউটারের র্যামের ওপরে খুব বেশি প্রভাব পড়বে না। যেকোনো কম কনফিগারেশনের পিসিতেও এটি চলবে।
সফটওয়্যারটির ইউজার ইন্টারফেস বেশ সহজ। একইসঙ্গে এর আকার খুবই ছোট ও গতিসম্পন্ন।
এডভান্স ইউজারদের জন্য এতে রয়েছে অনেক ফিচার। এটি জেপিজি,পিএনজি,জিফ ফরম্যাটের ছবিগুলো সাপোর্ট করে।
সফটওয়্যারটি ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী সহজেই ছবি রিসাইজ করা যাবে। ইমেজ সাইজ রিডিউস করার আগে ও পরে দুটি ছবিই পাশাপাশি দেখা যাবে।
ফলে রিসাইজ করার পর ছবির কোনো ক্ষতি হয়েছে কিনা তা সঙ্গে সঙ্গেই দেখে নেওয়া যাবে।
উইন্ডোজ ব্যবহারকারীরা সফটওয়্যারটি ফ্রিতে এই ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন:
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি