![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্ট টেকনোলজিস (বিডি) বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের ছোট আকৃতির একটি পিসি। এর মডেল হলো জিবি-বিকেআই৩এইচএ-৭১০০।
ইন্টেল সপ্তম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর যুক্ত এই পিসিতে রয়েছে আল্ট্রা কমপ্যাক্ট পিসি ডিজাইন, ২ দশমিক ৫ ইঞ্চি এইচডিডি ও এসএসডি স্লট, দুটি ডিডিআর ফোর র্যাম স্লট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪ দশমিক ২।
এতে আরও আছে ইন্টেল ৬২০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ইউএসবি ৩.১ এবং ইউএসবি ৩.০ এর এর দুটি করে স্লট, এইচডিএমআই ২.০ স্লট, এইচডিএমআই প্লাস মিনি ডিসপ্লে পোর্ট আউটপুট, ইন্টেল গিগাবিট ল্যান, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ।
৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ পিসিটির দাম নির্ধারণ করা হয়েছে ২৭,৫০০ টাকা।
আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি