![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট জি১ স্নাইপার জেড৮৭ মডেলের মাদারবোর্ড। এটি ইন্টেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর সমর্থন করে।
মাদারবোর্ডটিতে রয়েছে গিগাবাইট আল্ট্রা ডিউরেবল টেকনোলজি, অনবোর্ড ক্রিয়েটিভ সাউন্ড, অডিও নয়েজ গার্ড, বিল্ট ইন ফ্রন্ট অডিও হেডফোন অ্যাপ্লিফায়ার, ডিওরেবল ব্ল্যাক সলিড ক্যাপাসিটর, গোল্ড প্লাটেড সিপিইউ সকেট, মাল্টি জিপিইউ সাপোর্টসহ আরও কিছু আকর্ষনীয় ফিচার।
মাদারবোর্ডটির দাম ১২ হাজার ৫০০ টাকা।
– সংবাদ বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি