![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সপ্তাহ খানেক আগেই বাংলাদেশ থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার। অন্যদিকে, ভারতের ব্যাঙ্গালুরুতে বড় একটি ‘ইনোভেশন সেন্টার’ নির্মাণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ইনোভেশন সেন্টারটির আয়তন চার লাখ ৪০ হাজার বর্গফুট, যেখানে চার হাজার কর্মীর কাজের ব্যবস্থা রাখছে অ্যাকসেঞ্চার।
ইনোভেশন সেন্টারটিতে ভার্চুয়াল রিয়েলিটিতে ক্রিকেট খেলার সুবিধা, পিয়ানো বাজানো রোবট, পরীক্ষামূলক অ্যাকসেঞ্চার ল্যাব, লিকুইড স্টুডিও থাকবে। এছাড়াও সেখানে দেশটির কিছু স্টার্টআপকে জায়গা দেবে প্রতিষ্ঠানটি।
এ ধরনের সেন্টার অ্যাকসেঞ্চার এবারই প্রথম নির্মাণ করতে যাচ্ছে। ধীরে ধীরে ভারতের অনেক কয়েকটি শহরেই একই রকমের কিছু সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাকসেঞ্চারের প্রধান নির্বাহী ভাস্কর ঘোষ জানিয়েছেন, ইনোভেশন সেন্টার তাদের পরিকল্পনার বড় একটি অংশজুড়েই আছে। এটি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তাদের যেকোনো সেন্টারের উদ্ভাবন যেকোনো গ্রাহকের হাতে পৌঁছায়।