![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে তাইওয়ানের ভিভিটেকের আল্ট্রা পোর্টেবল মাল্টিমিডিয়া প্রজেক্টর কিউমি কিউ৩ প্লাস। প্রজেক্টরটির বিশেষত্ব হলো কম্পিউটার ছাড়াই পেনড্রাইভের মাধ্যমে ভিডিও-অডিও, অফিস ফাইলসমূহ প্রদর্শন করা যায়।
মাল্টিমিডিয়া কাজের সুবিধার্থে এতে আছে ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো এসডি কার্ড স্লট, উএসবি ফ্লাশ কার্ড, ৮ জিবি ইন্টারনাল মেমোরি ও ৬৪ জিবি পর্যন্ত অ্যাডিশনাল মেমোরি ব্যবহারের সুবিধা।
এর পাশাপাশি এতে রয়েছে ৫০০ আন্সি লুমেন্স, এইচডিমিআই, ৪ ওয়াট স্পিকার, এইচডি ৭২০ পি রেজুলেশন এবং ৩০ হাজার ঘন্টা পর্যন্ত লাইট সোর্স লাইফ।
প্রজেক্টরটি চারটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রজেক্টরটির মূল্য ধরা হয়েছে ৪৩০০০ হাজার টাকা।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি