Techno Header Top and Before feature image

ইনস্টাগ্রামে বিয়ন্সের জমজ সন্তানের প্রথম ছবি ভাইরাল

byonce-twins-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ন্সে  গর্ভবতী অবস্থায় বেশ কিছু ছবি আপলোড করেছিলেন। এবার মা হওয়ার পর সদ্য পৃথিবীতে আসা তার ছেলে ও মেয়েকে নিয়ে ছবি তুলেছেন।

দুই জমজ সন্তান স্যার কার্টার ও রুমি কার্টারের সঙ্গে তোলা সেই ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ফুলে ফুলে সাজানো ছবিটির ব্যাকগ্রাউন্ডে আছে নীল সমুদ্র। তার সামনে বাচ্চাদেরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বিয়ন্সে।

byonce-twins-techshohor

বিভিন্ন রঙে মোড়ানো ছবিটি পোস্ট করার পর তা ভাইরাল হতে সময় নিয়েছে মাত্র ১ ঘণ্টা। ছবিটিতে লাইক পড়েছে ৯২ লাখ ২৫ হাজারেরও বেশি। কমেন্ট পড়েছে প্রায় দুই লাখ ৯৪ হাজার।

উল্লেখ্য, বিয়ন্সে ও জে জেড দম্পতির ৫ বছর বয়সী আরও একটি মেয়ে রয়েছে। তাদের জমজ সন্তান গত মাসে পৃথিবীতে এসেছে। এতদিন তারা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার মাধ্যমে তারা খবরটির সত্যতা নিশ্চিত করেন।

এনডিটিভি অবলম্বনে আনিকা জীনাত 

*

*

আরও পড়ুন