স্বয়ংক্রিয় ব্যাকআপ রাখতে গুগলের নতুন অ্যাপ

Google-Drive-Backup-and-Sync-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ জায়ান্ট গুগল ম্যাক ও উইন্ডোজ পিসির জন্য স্বয়ংক্রিয়ভাবে ফাইল ব্যাকআপ রাখতে ‘ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক টুল’ নামে একটি অ্যাপ উন্মুক্ত করেছে। এটি ডেস্কটপে থাকা ফোল্ডারগুলোর ব্যাকআপ রাখার কাজ করবে।

ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক টুলটি ডাউনলোড করে এতে সাইন ইন করতে হবে। এরপরে যে ফোল্ডারগুলোর ব্যাকআপ রাখতে চান সেগুলো সিলেক্ট করতে হবে।

এখানে সাইন আপ করলে ডেস্কটপ পিসি ছাড়াও মোবাইল বা ট্যাবের মাধ্যমে ব্যাপআপ রাখা ফাইলগুলোতে প্রবেশ করা যাবে।

Techshohor Youtube

টুলটি স্বয়ংক্রিয়ভাবেই আপনার সিলেক্ট করা ফোল্ডার গুগল ড্রাইভ কিংবা গুগল ফটোসেও আপলোড করে রাখবে।

এতে ফ্রিতে ব্যাকআপ রাখা গেলেও গুগল ড্রাইভে ১৫ জিবি স্টোরেজ ভরিয়ে ফেলা মানে বাড়তি খরচ বহন করা।

গুগল ড্রাইভে ১ টেরাবাইট স্টোরেজের জন্য বছরে ১০০ ডলার গুণতে হয়। কিন্তু গুগল ড্রাইভের প্রতিদ্বন্দ্বীরা ক্লাউড স্টোরেজ সেবা দেওয়ার বিনিময়ে এর অর্ধেক খরচ দাবি করে থাকে।

যেমন ব্যাকব্লেজে ব্যাপআপ ও স্টোরেজ রাখার এক বছরের খরচ ৫০ ডলার। কার্বোনাইট ও ক্র্যাশ প্ল্যানে স্টোরেজ রাখার খরচ বছরে ৫৯ ডলার।

 দ্য নেক্সওয়েব অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন