Techno Header Top and Before feature image

বাগডুমের নতুন সিইও মিরাজুল হক 

bagdum-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লাইফস্টাইল ই-কমার্স প্লাটফর্ম – বাগডুম ডটকমের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মিরাজুল হক।

মিরাজুল হক প্রতিষ্ঠানটির আগের সিইও সৈয়দা কামরুন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। সৈয়দা কামরুন আহমেদ সম্প্রতি মিরাজুল হককে নিয়োগের এই ঘোষণা দেন।

মিরাজুল হক বাগডুমের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। তিনি জানান, দেশের ই-কমার্সের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে বাগডুমের পথচলাকে ধরে রেখে বাগডুমকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।

bagdum-techshohor

সৈয়দা কামরুন আহমেদ বাগডুমের একজন সহ-প্রতিষ্ঠাতা এবং ২০১৪ সাল থেকে কোম্পানিটির সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। ভবিষ্যতে তিনি পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে কাজ করবেন।

এর আগে মিরাজুল হক বাগডুমের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ভিত্তিক অউনার আইকিউ নামক মার্কেটিং ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠানে রিসার্চ অ্যান্ড ইনসাইটস ম্যানেজার হিসেবে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন