![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাইবার খাতে ‘বিশৃঙ্খলা’ তৈরি করে রাশিয়া গণতন্ত্রকে হুমকীর মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা জিসিএইচকিউ এর সাবেক পরিচালক রবার্ট হ্যানিগান।
তিনি বিবিসিকে বলেছেন, রাশিয়া থেকেই সাইবার পরিসরে এমন বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে।
রাশিয়ার এমন আচারণের বিরুদ্ধে জনগণকে ‘পাল্টা জবাব’ দিতে আহ্বান এবং সেই সঙ্গে সাইবার পরিসরে এর প্রতিশোধ নেওয়া প্রয়োজন বলেও বলেন হ্যানিগান।
‘অবশ্যই সবকিছু রুশ সরকার চালায় না মন্তব্য করে তিনি বলেন, রাশিয়া বর্তমানে যা করছে তা গ্রহণযোগ্য নয়। তাই তার বিরুদ্ধে অবরোধ আরোপ করা হতে যেতে পারে।
এমন কাজ করে রাশিয়া অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে মনে করেন তিনি। এটি একটি দুর্নীতিগ্রস্থ ব্যবস্থাকে বেড়ে উঠতে সহায়তা করছে যা চাইলেই রাশিয়ার সরকার থামাতে পারতো।
তবে রাশিয়ার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের প্রশংসা করেন হ্যানিগান।
তিনি বলেন, আমি মনে করি এটি নিয়ে কথা বলা শুরু করা ভালো। মাক্রোঁ নিজেই পুতিনের সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এটি গ্রহণযোগ্য নয়।
বিবিসি অবলম্বনে
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি