টুইনমসের নতুন ট্যাবলেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টুইনমস ব্রান্ডের এমকিউ৭১৮জি মডেলের নতুন একটি ট্যাবলেট বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই ট্যাবলেটে রয়েছে এমটিকে ৮৭৩৫ কোরটেক্স এ৭ মডেলের কোয়াডকোর প্রসেসর।

আছে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ৪.০ ব্লুটুথ, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২.০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Techshohor Youtube

ইতোমধ্যে দেশে এটি বিক্রিও শুরু করেছে স্মার্ট টেকনোলজিস।

এর সঙ্গে বিনামূল্যে গ্রাহকরা একটি ইউএসবি ডাটা ক্যাবল, একটি ওটিজি ক্যাবল, একটি স্টেরিও হেডফোন, চার্জার, ক্লিনিং ক্লথ এবং একটি স্ক্রিন প্রটেক্টর পাচ্ছেন।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম ১১ হাজার টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন