হ্যাকারদের নিয়ে ক্যাস্পারস্কির সতর্কবার্তা

bank hacking-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দক্ষিণ কোরিয়ায় সংঘটিত এটিএম হামলার পেছনে লেজারাস গ্রুপের হাত রয়েছে বলে জানিয়েছে সাইবার সিকিউরিটি ফার্ম ক্যাস্পারস্কি। তারা আরও জানিয়েছে, একই হ্যাকার গ্রুপটি এখন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা আঁটছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার এটিএমগুলোতে সাইবার হামলা চালানোে হয়।

সাইবার হামলায় দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের ৬০ টি এটিএম মেশিন আক্রান্ত হয়।  সেসময় প্রায় আড়াই হাজারেরও বেশি ক্রেডিট কার্ড থেকে তথ্য চুরি হয়ে যায়।

Techshohor Youtube

ক্যাস্পারস্কি ল্যাবের জেষ্ঠ্য এক গবেষক জানান, রাষ্ট্রীয় মদদে পরিচালিত এই সাইবার হামলার প্রধান উদ্দেশ্য হচ্ছে অর্থ আয় করা।

hacker-techshohor

রাশিয়ান প্রতিষ্ঠান ক্যাস্কপারস্কি জানিয়েছে, ম্যালওয়্যার সম্পর্কে বিস্তারিতভাবে গবেষণার পর ক্ষতিকারক একটি কোড পাওয়া গেছে। একইসঙ্গে লেজারাস গ্রুপ হ্যাকিংয়ের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করে এসেছে তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার এটিএম হামলার মিল রয়েছে।

ক্যাস্কপারস্কিসহ অন্যান্য সিকিউরিটি ফার্মগুলোর ধারণা, গত মে মাসে সারাবিশ্বে ছড়িয়ে পড়া ওয়ানাক্রাই র‌্যানসমওয়্যারের পেছনেও রয়েছে উত্তর কোরিয়াভিত্তিক লেজারাস গ্রুপ।

হ্যাকার গ্রুপটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পাশাপাশি ২০১৪ সালে সনি পিকচার্সের ওয়েব সাইটও তারা হ্যাক করেছিল।

দ্য ইকোনোমিক টাইমস অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন