অ্যাপলের বিরুদ্ধে ৬ পেটেন্ট নকলের অভিযোগ

apple-accused-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল ফোনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম যুক্তরাষ্ট্রে আইফোনের বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছে। একইসঙ্গে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের (আইটিসি) কাছে তারা বিষয়টি তদন্ত করে দেখারও আবেদন করেছে।

কোয়ালকমের অভিযোগ, আইফোন তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানেগুলোর ৬ পেটেন্ট চুরি করেছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানেগুলোর তালিকায় ইনটেলের নাম আছে বলে জানা গেছে।

 apple-qualcomm-techshohor

Techshohor Youtube

অ্যাপল ও কোয়ালকমের মধ্যে বেশ আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছে। গত জানুয়ারি মাসে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। সেখানে তারা কোয়ালকমের অতিরিক্ত অর্থ দাবি ও অপেশাদার সুলভ আচরণের বিরুদ্ধে অভিযোগ জানায়।

এক বিবৃতিতে কোয়ালকমের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডন রোজেনবার্গ জানান, কোয়ালকমের প্রযুক্তির জন্য তারা টাকা খরচ করবে না- এমন কথা জানানোর পরও অ্যাপল আমাদেরই প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছে।

নিষেধাজ্ঞার ফলে অাইফোনের কোন মডেলটি ক্ষতিগ্রস্ত হবে তা এখনো জানা যায়নি। তবে অ্যাপল আসলে কোন মডেলগুলোতে অন্য প্রতিষ্ঠানগুলোর চিপ ব্যবহার করছে তা নির্ধারণ করার ভার কোয়ালকম আদালতের ওপরেই ছেড়ে দিয়েছে।

অ্যাপলের সঙ্গে বৈরি সম্পর্ক চলার কারণে চলতি বছরের শুরু থেকেই কোয়ালকমের শেয়ার মূল্য ১৫ শতাংশ কমে যায়।

 আনিকা জীনাত
আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন