শুধু আঁকাআঁকি নয়, অনেক কিছুর অ্যাপ ইনফিনিটি পেইন্টার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পেইন্টার ও গ্রাফিক্স ডিজাইনারদের কাছে স্মার্টফোন বা ট্যাব পেশাগত কাজের জন্যও দারুণ এক টুলস। পথেঘাটে কিংবা অফিসে হুট করে মাথায় আসা কোনো ডিজাইন চট করেই এ দুটি ডিভাইস ব্যবহার করে আঁকা যায়।

তবে এ দুটি ডিভাইস ব্যবহারকে আরও সহজ করে দেবে ইনফিনিটি পেইন্টার নামের অ্যাপটি। যে সব ব্যবহারকারী ফটোশপ ব্যবহার করে থাকেন তাদের দারুণ পছন্দ হবে এটি।

ছবি আঁকাআকি ও সম্পাদনা করা যাবে অ্যাপটির সাহায্যে।

Techshohor Youtube

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
অ্যাপ্লিকেশনটিতে ৮০টির বেশি ব্রাশ পিসেট টুলস রয়েছে। চাইলে নতুন ব্রাশ তৈরি ও সেটিংস সহজে পরিবর্তন করা যাবে।

অ্যাপটিতে রয়েছে বিভিন্ন লেয়ার ব্যবহারের সুবিধা।

ফটোশপের মতো এতে রয়েছে ক্রপ, এড ফিল্টার, রঙ পরিবর্তনের ফিচারগুলো।

এটির সাহায্যে স্কেচ ছবি আঁকা যাবে।

জেপিইজি, পিএনজি, পিএসডি কিংবা জিপ ফরম্যাটে ফাইল এক্সপোর্ট করা যাবে অ্যাপটির সাহায্যে।

এডিট করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা যাবে এটি ব্যবহার করে।

অ্যাপ্লিকেশনটি গুগল প্লেস্টোর থেকে ১০ লাখের অধিক ডাউনলোড হয়েছে।

৪.০ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি এ ঠিকানা থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন 

*

*

আরও পড়ুন