![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন থেকে এসি, ফ্যান কিংবা টেলিভিশন নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা রিমোট কন্ট্রোল ব্যবহার করার আর প্রয়োজন নেই। এসব এখন ছোট একটি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে।
নতুন এই ডিভাইসটির নাম ক্লিকআর ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল। এই ডিভাইস টিভি, এসি বা ফ্যানের সঙ্গে যুক্ত করে ফোনে ক্লিকআর নামে একটি অ্যাপ নামাতে হবে।
এরপর স্মার্টফোনের মাধ্যমেই রিমোট কন্ট্রোলের কাজটি করা যাবে।
কয়েনের মতো ক্ষুদ্র চারকোণা ডিভাইসটি চলবে ভয়েস কমান্ডের মাধ্যমে। তবে টিভি দেখার সময় কোনো ফোন কল রিসিভ করতে হলে ক্লিকআর নিজে থেকেই টিভির শব্দ মিউট করে রাখবে।
ক্লিকআর রিমোট কন্ট্রোলটি কিনতে খরচ পড়বে ১৯.৯৯ ডলার।
ম্যাশেবল অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০১৯ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি