Techno Header Top and Before feature image

কম্পিউটার মোবাইল ফোনের যন্ত্রাংশে ভ্যাট অব্যাহতি

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার, মোবাইল ফোন ও এর যন্ত্রাংশে ভ্যাট অব্যাহতি মিলছে।

বুধবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট আলোচনার সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই অব্যাহতি রাখার কথা বলেন।

সরকার নতুন ভ্যাট আইন কার্যকর আরও দুই বছরের জন্য স্থগিত করায় অর্থবিলে এই বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়। প্রধানমন্ত্রীর পরামর্শে অর্থমন্ত্রী অর্থবিলে এ সংশোধন করেন।

এতে কম্পিউটার, মোবাইল ফোন এবং তার যন্ত্রাংশ এখন দেশে তৈরি হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী এসব পণ্যকে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করে তাদেরকে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করেন।

বুধবার অর্থবিল পাস হওয়ার পর বৃহস্পতিবার নতুন অর্থবছরের এই বাজেট পাস হবে।

অন্যদিকে তথ্যপ্রযুক্তি খাতে দেশি বিনিয়োগকে উৎসাহিত করতে এবং স্থানীয়ভাবে কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাব উৎপাদনে এর যন্ত্রাংশ আমদানিতে নতুন অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে ব্যাপক শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে।

এর আগে এসব পণ্যের অধিকাংশ যন্ত্রাংশে যেখানে ২৫ শতাংশ, কোনোটিতে ১৫, কোনটায় ১০ ও ৫ শতাংশ ছিল তা কমিয়ে ১ শতাংশের কথা বলা হয়েছে।

আল-আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন