সালমান, দীপিকাকে ছাড়িয়ে ২ নম্বরে কোহলি

virat-kohli-facebook-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের হাতে নাস্তানাবুদ হওয়ার পর কোচ কুম্বলকে সড়ে দাঁড়াতে বাধ্য করার ঘটনায় যতই সমালোচনা হোক বিরাট কোহলিকে নিয়ে, ভারতীয় অধিনায়কের ফ্যানের সংখ্যা বাড়ছে।

সালমান, দীপিকা, প্রিয়াংকাদের ছাড়িয়ে এখন দেশটির দ্বিতীয় পছন্দের ব্যক্তিত্বে পরিণত হয়েছেন কোহলি। এখন তার সামনে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অধিনায়ক-কোচ দ্বন্দ্বের বিষয়টি আলোচনায় থাকতেই আবার খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় অধিনায়ক। ফেইসবুক ভক্তদের তালিকায় দেশটিতে অনুসারীর সংখ্যায় এখন দ্বিতীয় অবস্থান তার। নরেন্দ্র মোদির পর ফেইসবুকে সবচেয়ে বেশি অনুসারী সংখ্যা এখন কোহলির।

Techshohor Youtube

indian-facebook-celeb-techshohor

রোববার জনপ্রিয় তারকা সালমানকে টপকে দুই নম্বরে চলে এসেছেন ভারত অধিনায়ক। সোমবার তার অফিশিয়াল পেইজে ফ্যানের সংখ্যা তিন কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। মোদির অনুসারির সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৪১ হাজার। সালমানের ৩ কোটি ৫১ লাখ।

মাঠে ও মাঠের বাইরে যেভাবে এগোচ্ছেন জনপ্রিয় এ ক্রিকেট তারকা, তাতে মোদিকেও ছাড়িয়ে যেতে তার খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না।

ফেইসবুকে লাইকে এগিয়ে থাকলেও  টুইটারে সংখ্যা একটু কম। কোহলিকে অনুসরণ করেন ১ কোটি ৬০ লাখ। ইনস্টাগ্রামে ১ কোটি ৪০ লাখ।

ভারতে ফেইসবুকের অনুসারি বা ফ্যানদের হিসাবে শীর্ষ তালিকায় বলিউড তারকাদের আধিপত্যই বেশি। পাঁচজনই চলচ্চিত্রের তারকা।

শীর্ষ দশে খেলোয়াড় আছেন শুধু শচীন টেন্ডুলকার। তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৮৫ লাখ।

virat-kohli-facebook-techshohor

অবশ্য সেরা দশে ভারতীয় ক্রিকেট দলের অফিশিয়াল পেজও আছে; যার লাইকের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ।

বিশ্বজুড়ে ফেইসবুকে সবচেয়ে বেশি অনুসারী খেলোয়াড়ের। পর্তুগালের ও রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো তালিকায় শীর্ষে রয়েছে ১২ কোটি ১৬ লাখের বেশি ফ্যান নিয়ে। প্রথম ১০ কোটি লাইক পাওয়া শাকিরাকে কিছু দিন আগে পেছনে ফেলেন এ ফুটবলার।

এ তালিকায় কোহলি আছেন ৫২ নম্বরে।

*

*

আরও পড়ুন