![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের পরের দিন থেকে অনেকেই রাজধানীর বাইরে ছুটি কাটাতে যেতে চান। সামাজিকতা শেষে ঢাকাতেও ঘুরে বেড়াতে চান অনেকে। কোথায় যাবেন এমন গন্তব্যের পরিকল্পনা এখনও যাদের করা বাকি তাদের কাজে লাগবে বেশ কিছু অ্যাপ।
স্মার্টফোনের এ যুগে অ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবেন দেশে ও দেশের বাইরে ঘুরতে যাওয়ার বিভিন্ন ভ্রমণ স্থান সম্পর্কে।
আপনার ভ্রমণ পরিকল্পনা সাজাতে ও ভ্রমণে কাজে লাগতে পারে এমন পাঁচ অ্যাপ সম্পর্কে জানাতে এ প্রতিবেদন।
ট্রিপনারি
আপনি নিশ্চয়ই ঘুরে বেড়াতে পছন্দ করেন। জানতে চান নতুন ভ্রমণ স্পট সম্পর্কে।সেখানে যাওয়া-আসাসহ আনুষঙ্গিক খরচইবা কেমন হতে পারে, সেটিও জানতে চান।
এমন সব প্রশ্নের উত্তরের খোঁজে ইন্টারনেট চষে বেড়াচ্ছেন কিংবা ভ্রমণবিষয়ক সাইট, সংবাদপত্র, ম্যাগাজিন ঘুরে ঘুরে তথ্য খুঁজছেন। তাদের জন্য সুখবর হলো ভ্রমণবিষয়ক নিত্য নতুন তথ্য ও প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছে ‘ট্রিপনারি’।
অ্যাপটির দারুণ ইন্টারফেস এক নজরেই পছন্দ হবে। ব্যবহারকারীরা ভ্রমণের জন্য নতুন স্থান আবিষ্কার করতে পারবেন। এটির মাধ্যমে ভ্রমণের জন্য পছন্দসই জায়গাটি বাছাই করে রাখা যাবে।
ট্রিপনারি ওই জায়গার ভ্রমণ ব্যয় কমে এলে ব্যবহারকারীকে তা নিজে থেকেই অবহিত করবে। এটিতে একই সঙ্গে রয়েছে নির্দিষ্ট সীমার মধ্যে ভ্রমণ বাজেট বানানোর অপশনও।
অফলাইনেও কাজ করবে এটি। বর্তমানে আইওএস ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশনটি রয়েছে। তবে ডেভেলপার প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্রুত তারা অ্যান্ড্রয়েডের জন্যও সংস্করণ বানাবে।
এ ঠিকানা থেকে এটি ডাউনলোড করা যাবে।
বিডি ট্যুর গাইড
দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য পাওয়া যায় এ অ্যাপে। কিভাবে এসব স্থানে যেতে হবে, কোথায় থাকতে হবে, যেতে কতক্ষণ লাগবে ইত্যাদি সব তথ্য জানা যাবে অ্যাপটির মাধ্যমে।
চলতি পথে ভ্রমণসংক্রান্ত অনেক সমস্যার সমাধানও মিলবে এতে। রয়েছে সার্চ সুবিধা।
পছন্দের স্থানের নাম লিখে সার্চ করা যাবে। ইন্টারনেট ছাড়াও সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপটি।
অ্যাপটিতে রয়েছে টেক্সট কপি ও তা শেয়ার করার সুবিধা।
বাংলায় তৈরি অ্যাপটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
ঢাকার দর্শনীয় স্থান
ঐতিহ্যের কারণে রাজধানী ঢাকায় রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। এ স্থানগুলো কবে বন্ধ বা কবে খোলা, তা জানা না থাকায় অনেকেই অসময়ে সেখানে গিয়ে বিপাকে পড়েন।
‘ঢাকার দর্শনীয় স্থানসমূহ’ নামের অ্যাপ থেকে জানা যাবে স্পটগুলোর নির্দিষ্ট সময়সূচি।
একই সঙ্গে জানা যাবে জাতীয় জাদুঘর, চিড়িয়াখানা, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলের মতো দশর্নীয় স্থানের ইতিহাস ও সময়সূচি।
স্পটভেদে টিকিটের মূল্য কত সেটাও জানা যাবে অ্যাপটি থেকে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনা মূল্যে অ্যাপটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
রবি ট্রাভেলার
বিদেশ ভ্রমণকারীদের রোমিং সেবা দেওয়ার জন্য টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান রবি বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে ‘রবি ট্রাভেলার’।
অ্যাপটির মাধ্যমে রবি গ্রাহকরা স্থানীয় ও রোমিং বিল, ব্যবহারের পরিমাণ, যে দেশে যাবেন সেখানকার রেটসহ বেশ কিছু তথ্য জানতে পারবেন।
এ ছাড়া এর মাধ্যমে আন্তর্জাতিক রোমিং সেবা গ্রহণসংক্রান্ত তথ্যাবলি ও রবি রোমিং হেলপলাইনেও যোগাযোগ করতে পারবেন।
অ্যাপটি আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লের এ ঠিকানা থেকে এটি ডাউনলোড করা যাবে।
মেডিসিফাই
ঘোরাঘুরির আনন্দে সময়মতো ওষুধ খেতে ভুলে যান? কিংবা ভ্রমণকালে চিকিৎসকের সাক্ষাতের সময় ভুলে যাওয়ার আশংকা আছে?
এসব ছোটখাট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান মিলবে ‘মেডিসিফাই’ নামের অ্যাপে।
ব্যবহারকারীর যখন যে তথ্যের দরকার হবে, সময়মত স্মার্টফোনের স্বয়ংক্রিয় অ্যালার্মের মাধ্যমে তা জানিয়ে দেবে মেডিসিফাই।
আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে মেডিসিফাই অ্যাপটি ইনস্টল করার পর ওপরে ডানদিকের মেন্যু থেকে রোগীর তথ্য যোগ করা যাবে।
‘পেসেন্ট’ ট্যাবটি নির্বাচন করে খুব সহজে জন্ম তারিখ, রক্তের গ্রুপ লিখে আলাদা আলাদা রোগীর প্রোফাইল বানানো যাবে।
এসএমএস নোটিফিকেশন পাওয়ার জন্য মোবাইল নম্বর দিয়ে সেটা সক্রিয় করে দিলেই হবে। এ ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে।