গুগলের সার্চ রেজাল্টে পরিবর্তন

Google-Search-Change-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের সার্চ রেজাল্টে পরিবর্তন এনেছে। আপাতভাবে ডেস্কটপে এই পরিবর্তন উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। সাধারণ ও বিজ্ঞাপন ভিত্তিক উভয় সার্চ রেজাল্টের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে।

গুগল জানিয়েছে, সার্চের নতুন এই পরিবর্তনের ফলে আগের তুলনায় দ্রুত এবং সহজে তথ্য পাবেন ব্যবহারকারীরা। এই পরিবর্তনে ফন্টগুলো বড় করা হয়েছে। আগে থাকা সার্চ রেজাল্ট থেকে আন্ডারলাইন সরিয়ে ফেলা হয়েছে।

Google-Search-Change-TechShohor

Techshohor Youtube

সার্চ রেজাল্টে বিজ্ঞাপনগুলো ছোট করে হলুদ রঙে ‘ad’ লেখা হয়েছে।

বিজ্ঞাপন থেকেই মূলত গুগলের প্রধান আয়। তাই বিজ্ঞাপন আরও সুন্দরভাবে দেখানো ও ব্যবহারকারীদের আগের তুলনায় ভালো অভিজ্ঞতা দিতে গুগল প্রায়ই সার্চ ইঞ্জিনে পরিবর্তন আনে। গত সেপ্টেম্বরে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শনে পরিবর্তন আনে গুগল।

– দ্য নেক্সট ওয়েব অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন