বাংলাদেশের আইসিটিতে কাজ করতে আগ্রহী নেদারল্যান্ড

techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশের আইসিটি সেক্টরে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে নেদারল্যান্ড।

বৃহষ্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে আইসিটি বিভাগের সঙ্গে এক সভায় এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন ডি জং।

BCC Building_ Tech Shohor

Techshohor Youtube

নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সভায় আইসিটি বিভাগের পক্ষে নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রাষ্ট্রদূত বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর। এ অগ্রগতির কথা বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হচ্ছে। এতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে। ফলে আইটি সেক্টরসহ অন্যান্য সেক্টরেও পৃথিবীখ্যাত প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে পূঁজি বিনিয়োগে উৎসাহী করবে।

প্রতিমন্ত্রী বলেন, তরুণরা জানতে ও জানাতে, দেখতে ও দেখাতে, শুনতে ও শোনাতে চায়। দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বিসিসি নির্বাহী পরিচালক এমএস আশফাক হুসেন প্রমুখ।

– আল আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন