ঢাবিতে আইইটিএফ আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত

Third-IETF-Outreach-Program-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে ‘আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে তৃতীয়বারের মতো কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন এরিকসন রিসার্চ এর সিনিয়র গবেষক এএনএম জাহিদুজ্জামান সরকার। তিনি বলেন, আইইটিএফ এর বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের মধ্যে নিজের পছন্দের ওয়ার্কিং গ্রুপের যত বেশি সক্রিয় বা অবদান রাখা যাবে তত ভালো হবে।

Techshohor Youtube

Third-IETF-Outreach-Program-techshohor

কর্মশালায় আইইটিএফ আউটরিচ গ্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমসহ এর সাথে সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উপযোগিতার কথা আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. সাব্বির আহমেদ, সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন