এসার ল্যাপটপে ঈদের অফার

Acer_Eid_offer-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদ উল ফিতর উপলক্ষ্যে এসার ল্যাপটপে অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিলারদের কাছ থেকে যেকোনো এসার ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। আর সেই কার্ডে পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এয়ার টিকেট।

Acer_Eid_offer-Techshohor

Techshohor Youtube

এছাড়াও ৪২ ইঞ্চি এলইডি টিভি, ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, প্রাইজবন্ড, শপিং ভাউচারসহ অসংখ্য নিশ্চিত উপহার।

তবে শর্ত সাপেক্ষে অফারটি স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন