![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন’ প্রকল্পটির অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভায় তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে প্রকল্পটি প্রস্তাব করা হয়।
বিশ্ববিদ্যালয় স্নাতকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে, বিশ্ববিদ্যালয় ও তথ্যপ্রযুক্তি শিল্পের মধ্যে সমন্বয়, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এবং আনুষঙ্গিক সুবিধা তৈরি করতে প্রকল্পটি গ্রহণ করা হয়।
বর্তমানে সারাবিশ্বে ৯০০০ এর অধিক ‘আইটি বিজনেস ইনকিউবেটর’ রয়েছে। চীন ও ভারতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিজনেস ইনকিউবেটর স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়েছে।
ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশন (এনবিআইএ)-এর ২০০৫ সালের তথ্য মতে, কেবল উত্তর আমেরিকায় এসব ইনকিউবেটরের মাধ্যমে প্রায় ১০ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী দেশ চীনে সাত শতাধিক এবং ভারতে ৭০ এর অধিক ইনকিউবেটর রয়েছে।
চীন ও ভারতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিজনেস ইনকিউবেটর স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়েছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হলে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ বাড়বে।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি