![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেলিব্রেটিদের নিয়ে গুজব ছড়ানো নতুন কিছু নয়। এবার ‘ভয়বহ’ এক গুজব ছড়িয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে। কয়েকদিন আগে বিদেশের বেশ কয়েকটি মিডিয়া এবং সামাজিক মাধ্যমে চাউর হয়েছিল, বিমান দুর্ঘটনায় শাহরুখের মৃত্যু হয়েছে এমন খবর।
কিন্তু সেই গুজবের ডালপালা মেলতে দেননি শাহরুখ। খোদ নিজেই টুইট করে জানিয়েছেন, বহাল তবিয়তেই তিনি বেঁচে আছেন। মজা করে নিজেও লিখেছেন, এই সপ্তাহে প্লেন দুর্ঘটনার শিকার হয়েও বেঁচে আছি। দুর্ঘটনা ঘটেছে শুটিং সেটে।
পরিচালক ইমতিয়াজ আলির শুটিং সেটে ছাদ ভেঙে পড়লে দুজন আহত হন। তবে এতে শাহরুখের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে ছবিটির শুটিং।
আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি