Techno Header Top and Before feature image

সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির ৮ খাতে কর অব্যাহতি

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, ওয়েবসাইট ডেভেলমেন্টসহ ৮ খাতে কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার  জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়। বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উল্লেখিত দুটি খাত ছাড়াও অব্যাহতির তালিকা রয়েছে ওয়েবসাইট হোস্টিং, ডিজিটাল ডেটা অ্যানালাইসিস, সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিসেস, ওভারসিস মেডিক্যাল ট্রান্সক্রিপশন, রোবোটিকস প্রসেস আউটসোর্সিং এবং সাইবার সিকিউরিটি সার্ভিসেস।

এছাড়া অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডকে কর অব্যাহতি প্রদানের কথা বলা হয়েছে। তবে এক্ষেত্রে ‍উক্ত ফান্ডের আয় যখন বন্টিত হবে তখন তা লভ্যাংশ হিসেবে বিবেচিত ও করযোগ্য হবে।

আল-আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন