![]() |
টেক শহর ডেস্ক: টিভির দিন বুঝি ফুরাতে চলেছে। নিত্য নতুন প্রযুক্তির কাছে টিভির সোনালী দিন যেন অতীত হতে বসেছে। নতুন প্রজন্মের মধ্যে টিভি দেখার হার কমছে। এর বিপরীতে বাড়ছে অনলাইনে ভিডিও দেখার হার। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, টিভির চেয়ে অনলাইনে ভিডিও দেখার হার বেড়েছে ৩৪ শতাংশ।
জরিপের তথ্য অনুযায়ী, এক হাজারে তিন জনের মধ্যে একজন টিভি দেখার চেয়ে অনলাইন ভিডিও দেখতে পছন্দ করে। অনেক ক্ষেত্রে এরা টিভি দেখেও না। আর ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৫০ শতাংশ দিনে অন্তত একবার অনলাইনে ভিডিও দেখে থাকে। অন্যদিকে ৮৯ শতাংশ অনলাইন ব্যবহারকারী সপ্তাহে অন্তত একদিন ভিডিও দেখে।
জরিপে দেখা গেছে, অনলাইনে ভিডিও দেখে এমন ব্যক্তির মধ্যে ২৫ শতাংশ এক বছর আগের চেয়ে কম টিভি দেখছে। এর কারণ হিসেবে ৫৬ শতাংশ ব্যক্তি বলেন, যখন খুশি তখন অনলাইনে ভিডিও দেখার সুবিধা রয়েছে। বহনযোগ্য হওয়ায় মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে চাইলেই ভিডিও দেখে নেওয়া যায়। টিভির ক্ষেত্রে যেটা সম্ভব নয়। ৪৯ শতাংশ অনলাইনে একসঙ্গে কোনো অনুষ্ঠানের একাধিক পর্ব দেখার সুবিধার কথা বলেছেন।
এতে অনলাইনে ভিডিও মালিকানার সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে বলে উল্লেখ করা হয়। ৮৪ শতাংশ ব্যক্তি বলেছেন গত বছরের চেয়ে এখন তারা আগের চেয়ে অনেক বেশি সময় অনলাইনে ভিডিও দেখছেন। তবে পর্দার সুবিধার কারণে এবং পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে বসে দেখা যায় বলে টিভির কদর খুব বেশি কমবে না।
ম্যাশেবলের প্রতিবেদন থেকে আমিন রানা