অ্যাপ থেকে জানা যাবে কোন গাড়ি কোন রুটে চলে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এই নগর জীবনের যাত্রা কালে পথে ভুল হতেই পারে। বিশেষ করো এতো সব বাসের মাঝে কোনটি কোন রুটে যায় তা অনেক সময়ই আমরা ভুলে যাই। বিশেষ করে নতুন কোনো জায়গায় গেলে তা নিয়ে বিপাকে পড়তে হয়। এই ঝামেলা থেকে মুক্তি দিবে ‘ঢাকা সিটি বাস রুট’ নামে অ্যাপ্লিকেশনটি।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বাংলা ও ইংরেজ ভাষায় ঢাকার রাস্তায় চলাচল করা বাসগুলোর রুট সম্পর্কে জানা যাবে।

অ্যাপটিতে সার্চ করার সুবিধা রয়েছে। এতে যেকোনো বাসের নাম সার্চ করে জেনে নেওয়া যাবে বাসটি কোন কোন রুটে যাতায়ত করে।

Techshohor Youtube

dhaka-bus-techshohor-apps

চাইলে অ্যাপটি থেকে টেক্সট কপি করেও শেয়ার করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সবচেয়ে বড় সুবিধা হলো অফলাইনেও থাকলেও অ্যাপটি ব্যবহার করা যাবে। তাই একবার ডাউনলোড করা হলে পুনরায় ইন্টারনেট সংযোগ ব্যবহারের প্রয়োজন হবে না।

অ্যাপটির প্রতিটি পেইজে বিজ্ঞাপন প্রদর্শিত হয়। বিষয়টি অনেকের কাছে বিরক্তকর মনে হতে পারে।

৪.২ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি গুগল প্লে থেকে ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহা করা যাবে।

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন