![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তরুণরা অনেকেই আছেন যারা অ্যাপেলে কাজ করার স্বপ্ন দেখেন। তবে এখানে চাকরি জোটানোটা মোটেও সহজ কাজ নয়। গুগলসহ প্রায় প্রতিটি টেক জায়ান্টই চাকরি প্রার্থীকে টেকনিক্যাল প্রশ্নের পাশাপাশি ধাঁধা জাতীয় প্রশ্নও করে থাকে।
সম্প্রতি চাকরি খোঁজার ওয়েব সাইট গ্লাসডোরে প্রকাশিত হয়েছে অ্যাপেলের ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা সবচেয়ে কঠিন ও অদ্ভুত কিছু প্রশ্নের একটি তালিকা। সেই তালিকায় গাণিতিক সমস্যা যেমন আছে, তেমনি আছে পানির মতো সহজ কিছু ধাঁধা প্রশ্ন। প্রার্থীকে জিজ্ঞেস করা অ্যাপেলের সবচেয়ে মজার ২৫টি প্রশ্ন তুলে ধরা হল :
১. আপনার কাছে দুটি ডিম আছে। সর্বোচ্চ কতো তলা থেকে আপনি এই ডিম দুটি ফেলে দিলে তা ভাঙবে না? ডিম না ভাঙার ক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান কী?
২. ইন্টারেস্টিং একটি সমস্যা বুঝিয়ে বলুন এবং তার সমাধান বের করে দিন।
৩. একটি আট বছরের বাচ্চাকে মডেম বা রাউটার কি জিনিস তা বুঝিয়ে বলুন আর এগুলোর কার্যাবলী ব্যাখ্যা করুন।
৪. প্রতিদিন কয়টি শিশুর জন্ম হয়?
৫. টেবিলের ওপরে ১০০ কয়েন রাখা আছে। দশটি কয়েনের হেড আর ৯০টি কয়েনের টেল সাইড দেখা যাচ্ছে। কিন্তু আপনি কয়েনগুলো অনুভব করতে বা দেখতে পারছেন না। এখন কয়েনগুলো ভাগ করে লম্বলম্বি স্তুপ করে রাখুন। এমনভাবে কাজটি করতে হবে যাতে দুটি স্তুপেই সমান সংখ্যক হেড সাইড থাকে।
৬. আপনি এখানে চাকরি পেলে কোন বিষয়টি নিয়ে কাজ করতে চাইবেন?
৭. যেই পেনগুলো দেখতে পারছেন সেগুলোর দাম কিভাবে কমাবেন?
৮. আপনি কি স্মার্ট?
৯. আপনার জীবনের ব্যর্থতাগুলো কী কী? আপনি ব্যর্থতা থেকে কী শিখেছেন?
১০. আপনি কি কখনো কোনো ম্যানেজারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন? আপনার মতভেদ প্রকাশের ধরনটি কেমন ছিলো? নির্দিষ্ট উদাহরণসহ ব্যাখ্যা করুন।
১১. আপনি একটি পানির গ্লাস ঘূর্ণনশীল একটি রের্কডারে রেখে দিলেন। এরপর রেকর্ডাটি বেশ জোরে ঘোরাতে শুরু করলেন। এখন রের্কডারে রাখা গ্লাসটি পিছলে পড়বে, উল্টে যাবে নাকি গ্লাসটি থেকে পানি ছিটকে পড়বে?
১২. আপনার জীবনের এমন কোনো অর্জন সম্পর্কে বলুন যা নিয়ে আপনি গর্বিত।
১৩. কেনো আমরা আপনাকে চাকরি দেবো?
১৪. আপনি কি ক্রিয়েটিভ? কোন জিনিসটাকে আপনি ক্রিয়েটিভ বলে মনে করেন?
১৫. একটি অপমানজনক অভিজ্ঞতার কথা শোনান।
১৬. অ্যাপেল তার নাম অ্যাপেল কম্পিউটারস ইনকরপোরেটের বদলে অ্যাপেল ইঙ্ক রাখলো কেনো?
১৭. কি ভেবে আজকে এখানে এলেন?
১৮. গত চার বছরে সবচেয়ে ভালো এং খারাপ দিনটি সম্পর্কে বলুন।
১৯. অ্যাপেল আপনাকে চাকরি দিলে বর্তমানে আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানকার কোন জিনিসটির অভাব আপনি অনুভব করবেন?
২০. পছন্দের অ্যাপটি কিভাবে পরীক্ষা করবেন?
২১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কি করতে চান?
২২. একটি টোস্টার কিভাবে টেস্ট করবেন?
২৩. অ্যাপেল স্টোরে গ্রাহক হিসেবে গেলে সর্বপ্রথম কোন জিনিসটি আপনার নজর কাড়বে?
২৪. অ্যাপেল স্টোরে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতাটি কেমন ছিলো?
২৫. কোনটা বেশি গুরুত্বপূর্ণ, গ্রাহকের কম্পিউটার ঠিক করে দেওয়া নাকি কাস্টমারদের মনে ভালো ইম্প্রেশন তৈরি করা?
গ্যাজেটসনাউ অবলম্বনে আনিকা জীনাত