Techno Header Top and Before feature image

অস্ট্রেলিয়ান মডেলকে বিয়ে করলেন স্ন্যাপচ্যাট সিইও

Snapchat-CEO-Techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ন্যাপচ্যাটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইভান স্পাইজেল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

অস্ট্রেলিয়ান সুপার মডেল মিরান্ডা কেরকে ছোট্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঘরে তুললেন। এর মাধ্যমে শুরু হলো মডেল ও ব্যবসায়ীর নতুন সংসার জীবন।

কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ২৬ বছর বয়সী ইভান স্পাইজেল ও ৩৪ বছরের মিরান্ডা বিয়ে করতে যাচ্ছেন। অবশেষে শনিবার লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে তাদের বাড়ির খোলা জায়গায় বিয়ের সাজ-সজ্জা দেখা গেলে বিয়ের খবরটি পাকাপোক্ত হয়।

Snapchat-CEO-Techshohor

তারকা এই জুটির বিয়েতে অংশ নেন মাত্র ৫০ অতিথি। ঘরোয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন মিরান্ডা ও স্পাইজেলের নিকট আত্মীয়রা।

দুজনের প্রথম পরিচয় ২০১৪ সালে, নিউইয়র্কের এক ডিনার পার্টিতে। ২০১৫ সাল থেকে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। গত বছর জুলাইয়ে তারা আংটি বদল করে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে বিয়ের ঘোষণা দেন।

ইভানের এটা প্রথম হলেও অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডার এটি দ্বিতীয় বিয়ে। তার ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নিউজডটকমএইউ অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন