![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুধু বাতাসে ছড়িয়ে থাকা বিভিন্ন রোগের জীবাণু শনাক্ত করা নয়, ক্ষতিকর উপাদানের মাত্রাও বলে দেবে সেন্সর। সম্প্রতি গবেষকরা এমনই একটি অত্যাধুনিক ডিভাইস তৈরি করেছেন। এটি কারও নি:শ্বাসে বিষাক্ত উপাদানের উপস্থিতি থাকলে অসুস্থতার মাত্রাও নির্ণয় করে দেবে।
ক্ষুদ্র, পাতলা ও স্বচ্ছ জৈব প্লাস্টিকের তৈরি চারকোণা আকারের সেন্সরটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়িসের একদল গবেষক। এটি শ্বাস-প্রশ্বাসে মিশে থাকা ক্ষতিকর গ্যাস অ্যামোনিয়া পর্যবেক্ষণ করতে পারে।
এখানেই শেষ নয়, কিডনি অকেজো হতে শুরু করলেও সেন্সরটি আগাম বার্তা দেবে। ছোট্ট এ ডিভাইসের কম্পোজিশন বদল করে শনাক্ত করা যাবে বাতাসে মিশে থাকা আরও কয়েকটি ক্ষতিকর উপাদান।
অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটারিয়ালস জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আরও কয়েক ধরনের রোগ শনাক্ত করতে গবেষকরা উন্নতমানের সেন্সর তৈরির কাজে হাত দিয়েছেন।
এ গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ইয়িং দিয়াও। তিনি বলছেন, ‘আমরা রোগীদের হাতে সুলভ মূল্যের এমন একটি সেন্সর তুলে দিতে চাই যা ব্যবহারের পর ফেলে দেওয়া যাবে’।
ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি