বাতাসে জীবাণু সনাক্ত করবে সেন্সর

Sensor-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুধু বাতাসে ছড়িয়ে থাকা বিভিন্ন রোগের জীবাণু শনাক্ত করা নয়, ক্ষতিকর উপাদানের মাত্রাও বলে দেবে সেন্সর। সম্প্রতি গবেষকরা এমনই একটি অত্যাধুনিক ডিভাইস তৈরি করেছেন।  এটি কারও নি:শ্বাসে বিষাক্ত উপাদানের উপস্থিতি থাকলে অসুস্থতার মাত্রাও নির্ণয় করে দেবে।

ক্ষুদ্র, পাতলা ও স্বচ্ছ জৈব প্লাস্টিকের তৈরি চারকোণা আকারের সেন্সরটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়িসের একদল গবেষক। এটি শ্বাস-প্রশ্বাসে মিশে থাকা ক্ষতিকর গ্যাস অ্যামোনিয়া পর্যবেক্ষণ করতে পারে।

Sensor-Techshohor

Techshohor Youtube

এখানেই শেষ নয়, কিডনি অকেজো হতে শুরু করলেও সেন্সরটি আগাম বার্তা দেবে। ছোট্ট এ ডিভাইসের কম্পোজিশন বদল করে শনাক্ত করা যাবে বাতাসে মিশে থাকা আরও কয়েকটি ক্ষতিকর উপাদান।

অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটারিয়ালস জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আরও কয়েক ধরনের রোগ শনাক্ত করতে গবেষকরা উন্নতমানের সেন্সর তৈরির কাজে হাত দিয়েছেন।

এ গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ইয়িং দিয়াও। তিনি বলছেন, ‘আমরা রোগীদের হাতে সুলভ মূল্যের এমন একটি সেন্সর তুলে দিতে চাই যা ব্যবহারের পর ফেলে দেওয়া যাবে’।

ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন