![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইইটিএফ আউটরিচ প্রোগ্রামের দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) এর যৌথ উদ্যোগে বগুড়ায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
রোববার কর্মশালায় বক্তব্য রাখেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন ও কোষাধ্যক্ষ মো. আবদুল আওয়াল।
কর্মশালায় ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স (আইইটিএফ) আউটরিচ গ্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য,কার্যক্রম ও এর সাথে সম্পৃক্ত হওয়ার বিভিন্ন সুবিধার কথা বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া ইন্টারনেট সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও এসময় আলোচনা করা হয়। এ কর্মশালায় প্রায় শতাধিক নেটওয়ার্ক প্রকৌশলী অংশগ্রহণ করেন।
এর আগে গত ২৮ মার্চ ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রথম কর্মশালার মাধ্যমে বাংলাদেশে আইইটিএফ আউটরিচ প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি