ফেইসবুকে খাবার অর্ডার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন থেকে ফেইসবুক থেকেই রেঁস্তোরার খাবার অর্ডার করা যাবে। পরীক্ষামূলকভাবে ফেইসবুক এটা চালু করতে যাচ্ছে।

খাবারের অর্ডার দিতে হলে ডেক্সটপ পিসির ফেইসবুক পেইজের ‘এক্সপ্লোর’ সেকশনে অথবা মোবাইলের ‘অ্যাপ মেনু’ অপশনে গিয়ে খাবারের আইকনের ওপরে ক্লিক করতে হবে। এতে রেঁস্তোরার তালিকাসহ একটি পেইজ চলে আসবে। সেখান স্থানীয় রেঁস্তোরাগুলোর মেনু দেখে বেছে নেওয়া যাবে পছন্দনীয় খাবার।

তালিকা থেকে সরাসরি রেঁস্তোরাগুলোর ফেইসবুক পেইজেও চলে যেতে পারেন। সেখান থেকেও আপনি খাবার অর্ডার করতে পারেন। অর্ডার প্লেস করতে হলে আপনাকে ‘টিপ’ অপশনে ক্লিক করে খাবারের মূল্য পরিশোধ করতে হবে।

Techshohor Youtube

facebook-techshohor

ফেইসবুক এখনো এই সুবিধাটি পূর্ণাঙ্গভাবে চালু করেনি। খাবার অর্ডার করতে যাওয়া অনেক ব্যবহারকারীকেই বলা হচ্ছে ‘আপনার আশেপাশে খাবার ডেলিভারি করার মতো কোনো রেস্টুরেন্ট নেই’।

খাবার ডেলিভারি করার ওয়েবসাইট ডেলিভারি ডটকম ও স্লাইসের সঙ্গে ব্যবসায়িক চুক্তির ফলে এখন ফেইসবুক থেকেই খাবার অর্ডার করা সম্ভব হচ্ছে।

এর আগে ফেইসবুক থেকে খাবার অর্ডার করতে হলে নির্দিষ্ট একটি রেস্টুরেন্টের পেইজে গিয়ে খাবার অর্ডার দিতে হতো। এই সুবিধা চালু হলে সেই সীমাবদ্ধতা আর থাকবে না।

দি নেক্সট ওয়েব অবলম্বনে আনিকা জীনাত

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন