Techno Header Top and Before feature image

এডোবি প্রিমিয়ার প্রোয়ের ১০ কিবোর্ড শর্টকাট

Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও এডিটের জনপ্রিয় সফটওয়্যার এডোবি প্রিমিয়ার প্রো। এ সফটওয়্যারের সাহায্যে সহজে ভিডিও এডিট শেখার পর শখের শর্টফিল্ম এডিট করা ছাড়াও প্রফেশনাল কাজও করা সম্ভব।

আউটসোর্সিং, ইউটিউব থেকে আয়, মিডিয়া হাউজে ভিডিও এডিটর হওয়াসহ অনেক ধরনের মিডিয়ার কাজে ভিডিও এডিটের প্রয়োজন হয়ে থাকে।

ভিডিও এডিটের কাজটি আরও সহজ করতে এডোবি প্রিমিয়ার প্রোয়ের ১০ কিবোর্ড শর্টকাট তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।

Adobe-Premiere-Pro-techshohor

  • কোন ক্লিপ মার্ক করতে স্পেস করতে হবে → X
  • রেন্ডারিং করতে → CTRL + M
  • মার্ক ইন ও আউট করতে → I/O
  • স্পিড ও সময় সেটিংস পেতে → CTRL + R
  • লিংক ও আনলিংক করতে → CTRL + L
  • প্রজেক্ট বন্ধ করতে → Ctrl+Shift+W
  • অডিও ট্রান্সিশন এপ্লাই করতে → Ctrl+Shift+D
  • অডিও ক্লিপ যুক্ত করতে → Shift+9
  • এআরএম ট্র্যাক রেকর্ডের জন্য → Ctrl+Alt+R
  • ভিডিও চালু ও বন্ধ করতে → Space

তুসিন আহমেদ

আরও পড়ুন

*

*

আরও পড়ুন