![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার সময় শমী কায়সারকে বিজয়ী ঘোষণা করা হয়।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাবের প্রতিনিধি হিসেবে শমী কায়সার এফবিসিসিআইয়ের সদস্য হোন এবং নির্বাচনে অংশ নেন।
শমী কায়সার ই-ক্যাবের একজন উপদেষ্টা হিসেবে কাজ করেন। একই সঙ্গে তার প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেড ই-ক্যাবের নিবন্ধিত সদস্য।
পরিচালক পদে প্রতিদ্বন্দ্বীতা করে শমী কায়সার ১০৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তিনি ‘সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের’ প্যানেল থেকে নির্বাচন করেন। এই প্যানেলের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহ-সভাপতি।
শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নতকোত্তর করেছেন। এছাড়া অভিনেত্রী, মডেল ও প্রযোজক হিসেবে তিনি বেশ জনপ্রিয়।
ইমরান হোসেন মিলন
আরও পড়ুন:
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি