র‍্যামসনওয়্যারের শিকার ১৫০ দেশের ২ লাখ কম্পিউটার!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত শুক্রবার চালানো সাইবার আক্রমণে বিশ্বের ১৫০ দেশের ২ লাখ কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে বলছে ইন্টারপোল প্রধান।

ইউরোপোলের প্রধান রব ওয়েইনরাইট বলেছেন, যে মাত্রায় এই সাইবার আক্রমণ হয়েছে তা আগে কখনো ঘটেনি।

এর আগে অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে এই সাইবার আক্রমণে বিশ্বের ১০০টি দেশ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ এমনকি দেড় লাখ কম্পিউটার এতে আক্রান্ত হয়েছে।

Techshohor Youtube

তবে সর্বশেষ খবরে ইন্টারপোলের প্রধানের বরাতে বিবিসি বলছে, র‍্যামসনওয়্যার আক্রান্ত কম্পিউটারের সংখ্যা বিশ্বে এখন দুই লাখ ছাড়িয়েছে।

hack-nsa-techshohor

ব্রিটেনের আইটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ব এক ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন এবং সোমবার অফিস-আদালত খোলার পর আক্রমণের সংখ্যা আরো বাড়তে পারে।

যে দেশগুলো সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে তার মধ্যে যুক্তরাজ্য এবং রাশিয়া রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আরো আক্রমণ হতে পারে এবং সেগুলো হয়তো ঠেকানো সম্ভব হবে না।

ওয়েইনরাইট বলেন, হ্যাকাররা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলোকে ম্যালওয়্যার দিয়ে টার্গেট করেছে।
আক্রান্ত কম্পিউটারে ব্যবহারকারীরা কোন ফাইল খুলতে পারছেন না এবং সেগুলো আটকে দিয়ে কম্পিউটারের পর্দায় একটি বার্তার মাধ্যমে ‘মুক্তিপণ’ হিসেবে টাকা দাবি করা হচ্ছে।

ওয়েইনরাইট বলেন, এই র‍্যানসমওয়্যারটি নতুন ধরণের, কারণ এটা একটা ভাইরাসের সাথে সমন্বিতভাবে কাজ করছে; যার ফলে একটি কম্পিউটার সংক্রমিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ছে।

বিবিসির বিশ্লেষকরা জানাচ্ছেন, এই হ্যাকিংয়ের সাথে সংশ্লিষ্ট বিটকয়েন অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, হ্যাকাররা শতাধিক ক্ষেত্রে অর্থ আদায় করে নিয়েছে এবং তার পরিমাণ প্রায় ৩০ হাজার ডলার হবে।

ওয়েইনরাইট বলেন, আক্রমণের ব্যাপকতার সঙ্গে তুলনা করলে বলতে হবে এই অর্থের পরিমাণ ‘অনেক কম’।

রোববার বেশ কয়েকজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অবশ্য সতর্ক করে দিয়ে জানিয়েছেন, সোমবার বিশ্বে আরও বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে সতর্ক হওয়ার পরামশ দিয়েছেন তারা।

এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্য কয়েকটি দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তারা। জরুরি ফাইল ব্যাকআপ রাখা, অপরিচিত মেইল না খোলা, অপারেটিং সিস্টেম আপডেট দেওয়া, ইন্টারনেট ব্রাউজিংয়ে সতর্ক থাকা, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডে সতর্কতা এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার কথা বলা হয়েছে।

বিবিসি বাংলা অবলম্বনে

*

*

আরও পড়ুন