![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তুরস্কে কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে উইকিপিডিয়া। বিশ্বের অন্যতম তথ্যকোষের এই সাইটটিতে শনিবার সকাল থেকে সে দেশের কেউ প্রবেশ করতে পারছেন না।
তবে কেনো হঠাৎ করে এমন বন্ধ করে দেওয়া হলো তার কোনো স্পষ্ট কারণ উল্লেখ করেনি দেশটির কর্তৃপক্ষ।
তুরস্কের ব্লক গ্রুপের পক্ষ থেকে বলা হচ্ছে, কর্তৃপক্ষের আদেশে স্থানীয় সময় সকাল আটটা থেকে কেউ আর উইকিপিডিয়ায় প্রবেশ করতে পারছেন না।
রাজধানী ইস্তানবুলের কেউ আর ভিপিএন ছাড়া উইকিপিডিয়ায় সরাসরি প্রবেশ করতে পারছেন না বলে বিবিসির খবরে বলা হয়েছে।
কারিগরি কিছু বিষয় বিশ্লেষণ এবং আইনগত বিষয় বিশেষ করে আইনের ৫৬৫১ নম্বর ধারা অনুযায়ী প্রশাসন ওয়েবসাইটটির যাবতীয় ক্ষমতা এখন কব্জা করেছে বলে এক বিবৃতিতে বলেছে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ।
তবে কেউ নির্দিষ্ট করে কোনো কারণ না জানালেও তুরস্কের একটি সংবাদপত্র জানাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে আদতালতের মাধ্যমে একটি আদেশ জারি করে এর বৈধতা দেবে কর্তৃপক্ষ।
এর আগেও দেশটিতে ফেইসবুক এবং টুইটারের মতো সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি