'সেবা মাসে' বিনামূল্যে সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যেকোনো ব্র্যান্ডের কম্পিউটার পণ্যে বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

আগামী ২৯ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত সময়কে সেবা মাস হিসেবে ধরে বিনামূল্যে এই সেবা দেবে প্রতিষ্ঠানটি।
এই সময়ে কম্পিউটার সোর্স পরিবেশিত পণ্যের পাশাপাশি সেবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমন পণ্যে বিনামূল্যে সেবা দেবে। বিনামূল্যে সেবা নিয়ে আবার মিলবে উপহারও।

Com-Sourc-Servies-month-techshohor

Techshohor Youtube

সোমবার এমনই অভূতপূর্ব সেবা মাসের কথা জানিয়েছেন কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে সেবা কার্যক্রমটি সম্পাদনে তারা একটি টাইম লাইন তৈরি করেছেন। টাইম লাইন অনুযায়ী প্রতি শনি ও রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কম্পিউটার সোর্স কাস্টমার কেয়ার (বাড়ি ১১/বি, সড়ক ১২, ধানমন্ডি) থেকে এই সেবা নেওয়া যাবে।

এর মধ্যে ২৯-৩০ এপ্রিল স্পিকার পণ্যে, ৬-৭ মে প্রিন্টিং পণ্যে, ১৩-১৪ মে নেটওয়ার্কিং পণ্যে এবং ২০-২১ মে ল্যাপটপ পণ্যে ফ্রি সেবা দেবে কম্পিউটার সোর্স।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন