![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের শীর্ষ স্থানীয় গেইমিং ব্র্যান্ড এমএসআই বাংলা নববর্ষ উপলক্ষে নিশ্চিত অফার ঘোষণা করেছে।
অফারটি ১৫ই এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৩০ই এপ্রিল পর্যন্ত।
এমএসআই এমবি ইন্টেল ৬ জেন, ৭ জেন এবং এএমডি ভিজিএ ৯০০ এবং ১০০০ সিরিজ এর যেকোনো মডেলের মাদারবোর্ড এবং ভিজিএ কার্ড কিনে স্ক্র্যাচ কার্ড ঘঁষে জেতা যাবে এলসিডি টিভি, স্মার্টফোনসহ নিশ্চিত উপহার।
তবে অফারটি বিস্তারিত জানা যাবে ফেইসবুকের এই পেইজে।
ইমরান হোসেন মিলন