সিটিআইটি মেলায় পান্ডা অ্যান্টিভাইরাসে নিশ্চিত উপহার

Panda-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীর বিসিএস কম্পিউটার সিটির আইডিবি ভবনে সিটিআইটি মেলায় পান্ডা সিকিউরিটি দিচ্ছে নিশ্চিত উপহার।

পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড এই অফার দিচ্ছে।

Panda-techshohor

Techshohor Youtube

মেলায় স্প্যানিশ অ্যান্টিভাইরাস ব্র্যান্ড পান্ডা সিকিউরিটি কিনলে ক্রেতারা একটি স্ক্র্যাচকার্ড পাবেন। সেই স্ক্র্যাচকার্ড ঘঁষে ক্রেতারা পেতে পারেন উপহার হিসেবে একটি বাইসাইকেল, আসুসের স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, টিশার্টসহ আকর্ষণীয় উপহার।

মেলা চলবে আগামীকাল পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন