৬ মে ঢাকায় আইওটি সম্মেলন

IOT-BIF-TECHSHOHOR

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে ইন্টারনেট অব থিংকস বা আইওটি নিয়ে প্রথমবারের মতো একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে মে মাসের ৬ তারিখে ঢাকায় এই আয়োজন হবে।

ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ওই দিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনে আইওটি ক্যারিয়ারসহ ইন্ডাস্ট্রি এবং ইনোভেটরস সম্পর্কিত তিনটি ভিন্ন সেমিনার ও তিনটি কর্মশালা যেখানে আইওটি, রোবটিক্স, অগমেন্টেড অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আয়োজন থাকবে।

Techshohor Youtube

IOT-BIF-TECHSHOHOR

দিনব্যাপী এই কনফারেন্সে প্রায় ৩০ জন বক্তা প্রযুক্তি এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও রিসার্চ পেপার উপস্থাপন, ইন্ডাস্ট্রি এবং একাডেমি সংশ্লিষ্টসহ বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে। আইওটি বেসড সেরা পাঁচ প্রকল্পকে এই সম্মেলনে প্রদর্শনীর সুযোগ দেওয়া হবে। এছাড়াও থাকবে প্রোজেক্ট শোকেসিং।

এই অনুষ্ঠানে সহযোগিতা করবে ডাটা সফট, লিড সফট, রাইজআপ ল্যাবস, ইএমকে সেন্টার এবং স্পেস অ্যাপস বাংলাদেশ।

সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করা যাবে এই ঠিকানায়।  এছাড়াও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ফেইসুবকের এই পেইজে

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন