উদ্যোক্তাদের বৈশাখী হাট শুরু

Uddokta hat-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উদ্যোক্তা তৈরির প্লাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ ফেইসবুক গ্রুপ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী উদ্যোক্তা হাট।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে ওঠা বেশকিছু প্রতিষ্ঠান এবারের বৈশাখী মেলায় অংশ নিয়েছে। অংশ নিয়েছে বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠান।

শনিবার সকালে পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে (বসুন্ধরা সিটির উল্টা দিকে) মেলাটির উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান।

Techshohor Youtube

Uddokta-hat-techshohor

এসময় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, উদ্যোক্তা হাট আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সকালে উদ্যোক্তা হাটে গিয়ে দেখা যায়, তরুণ উদ্যোক্তারা তাদের পণ্য সাজানোয় ব্যস্ত। ক্রেতারাও আসতে শুরু করেছে হাটে।

কনভেনশন সেন্টারের দ্বিতীয় ও তৃতীয় তলায় বসা এই হাটে অংশ নিয়েছে বুটিক, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, বাড়িতে বানানো খাবার, খেলনা, ইন্টেরিয়র, গৃহস্থালির গ্রামগ্রী, তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান, ফটোগ্রাফি এবং বই এর মতো পণ্য।

মেলায় অংশ নেওয়া তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান থিম এক্সপার্টের প্রধান আইডিয়াবাজ পারভেজ আক্তার বলেন, তিন দিনের এই হাটে তারা নতুন একটি সেবার সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সেই সঙ্গে তােদর আশা এখান থেকে তারা ভালো কাজও পাবেন।

চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের সমন্বয়কারী প্রমি নাহিদ বলেন, তাদের গ্রুপে এখন পাঁচ শাতধিক উদ্যোক্তা রয়েছেন। যারা একেবারেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তারা বড় কোনো প্রদর্শনীতের নিজেরে উদ্যোগ তুলে ধরতে পারেন না। যে কারণে প্রতিবছর এমন ছোট পরিসরে হলেও তাদের উদ্যোগ তুলে ধরার সুযোগ করে দেওয়া হয়্

তিনি বলেন, চতুর্থবারের মতো এবারের আয়োজনে লটারির মাধ্যমে ৫০টি উদ্যোগ নিয়ে বৈশাখী হাট বসেছে। যারা নিজেদের কিছু পণ্য প্রদর্শন করছে।

থিম এক্সপার্ট মেইলস্কাউট নামের একটি সেবা নিয়ে অংশ নিচ্ছে। রয়েছে বৈশাখী হাটের সিলভার স্পন্সর হিসেবে।

বৈশাখী উদ্যোক্তা হাট সোমবার পর্যন্ত চরবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এই হাট।

এবারের আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আজকের ডিল। এছাড়াও  সিলভার স্পন্সর বিডি ভেঞ্চার লিমিটেড, মেইল স্কাউট এবং ডপ্টর।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন