![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকায় আবার বসছে উদ্যোক্তা হাট। তিন দিনের এই হাট ৮ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে।
এবরাও উদ্যোক্তা হাটের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ফেইসবুকভিত্তিক উদ্যোগ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপ।
কনভেনশন সেন্টারের দুইটি ফ্লোর নিয়ে এবারের আয়োজন করা হচ্ছে। যেখানে ৬০ জন উদ্যোক্তা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এবারের উদ্যোক্তা হাটেও ছোট বড় নানা ধরনের উদ্যোগ নিয়ে হাজির হবেন উদ্যোক্তারা। এসব উদ্যোগের বেশির ভাগই বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান।
ইতোমধ্যে এই হাটে অংশ নিতে দোকান বরাদ্দ সময় ফুরিয়েছে।
উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি