Header Top

হ্যাংআউটে বন্ধ হচ্ছে এসএমএস সেবা

Google-Hangouts-Android-TechShohor
গুগল হ্যাংআউটের প্রিমিয়াম সেবা ফ্রি থাকছে ১ জুলাই পর্যন্ত। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগলের হ্যাংআউট সেবা থেকে বন্ধ হচ্ছে এসএমএস সেবা। এ বিষয়ে ব্যবহারকারীদের অগ্রিম সতর্কতা জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

আগামী সোমবার থেকে অ্যাপটিতে এসএমএস সেবা ব্যবহারকারীরা একটি সতর্ক বার্তা পাবেন। সেখানে ভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া হবে। তবে যারা অন্য এসএমএস অ্যাপ ব্যবহার করেন তারা এই সতর্ক বার্তা পাবেন না।

রেডিটে প্রকাশিত একটি অ্যাডমিন ইমেইলে বিষয়টি জানানো হয়েছে। জি স্যুইট টিম অ্যাডমিনিস্ট্রেটরকে এই পরিবর্তনের কথা জানিয়েছে। একইসাথে ঠিক কবে নাগাদ সেবাটি পুরোপুরি বন্ধ হবে সেটিও জানানো হয়েছে।

Google-Hangouts-Android-TechShohor

সম্প্রতি গুগল তার হ্যাংআউটে বেশকিছু পরিবর্তন এনেছে। যুক্ত হয়েছে মিট অ্যান্ড চ্যাট অ্যাপ, যার মাধ্যমে গ্রুপ টেক্সট চ্যাট (চ্যাট) ও গ্রুপ ভিডিও কনফারেন্সিং (মিট) সুবিধা থাকছে। সম্ভবত এখন হ্যাংআউটের আরেকটি টেক্সট মেসেজ সেবা চালু প্রক্রিয়া চলছে, যা শিগগিরই দেখা মিলতে পারে।

আগামী ২২ মের মধ্যে হ্যাংআউট থেকে এসএমএস সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

আরও পড়ুন