দেশে গেইম নিয়ে কাজ করবে আইটি বাজার-গিগাবাইট

Gigabyte Itbazaar-MOU-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে প্রযুক্তিপণ্য বিক্রির সাইট আইটি বাজার ডটকম তাদের সেবাকে আরও বৃদ্ধি করেছে।

দেশের গেইম শিল্প ও দেশীয় গেইমারদের নিয়ে একসঙ্গে কাজ করতে ই-কমার্স প্রতিষ্ঠানটি গেইমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইটের সঙ্গে একটি চুক্তিও করেছে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রতিষ্ঠানদুটির পক্ষে চুক্তিতে সই করেন আইটিবাজার ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা মফিজুর রহমান ও গিগাবাইটের দক্ষিণ এশিয়ার সহকারী ম্যানেজার অ্যালান সু।

Techshohor Youtube

দেশের তরুণেরা মেধাবী ও কঠোর পরিশ্রমী উল্লেখ করে অ্যালান সু বলেন, দেশের এই তরুণরাই একসময় গেইম শিল্পকে নেতৃত্ব দেবে। যার সঙ্গে থাকবে গিগাবাইট।

Gigabyte Itbazaar-MOU-Techshohor

মফিজুর রহমান বলেন, আইটিবাজার ই-কমার্স প্ল্যাটফর্ম হলেও সব সময় নতুন ধারণা নিয়ে কাজ করে। স্থানীয় গেইমের উন্নয়নে ইতোমধ্যে নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ, স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের পরিচালক জাফর আহমেদ, গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, বেসিসের সিনিয়র ভাইস প্রেডিডেন্ট রাসেল টি আহমেদ, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদসহ আরও অনেকে।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয় আগামী এক মাস আইটিবাজার ডটকম থেকে গিগাবাইটের পণ্য কিনলে পাওয়া যাবে গিফট কুপন ও ছাড়।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন