সপ্তম প্রজন্মের বিজনেস সিরিজ ল্যাপটপ আনলো এইচপি

HP 348 G4-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচপি ব্রান্ডের ৩৪৮ জি৪ সিরিজের নতুন কোর আই ফাইভ ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

ইন্টেল সপ্তম প্রজন্মের প্রসেসর যুক্ত বিজনেস সিরিজের ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআর ফোর র‌্যাম। সঙ্গে সবচেয়ে আকর্ষনীয় ফিচার ৭২০০ আরপিএম গতির এক টেরাবাইট হার্ডড্রাইভ।

HP 348 G4-Techshohor

Techshohor Youtube

১৪ দশমিক ১ ইঞ্চি ফুল এইচডি এন্টিগ্লেয়ার ডিসপ্লে, চারটি ইউএসবি ৩.০ পোর্ট, ডিভিডি রাইটার, ব্লুটুথ, গিগাবিট ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট রয়েছে। আছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।

দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৪৬ হাজার ৫০০ টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন