উদ্যোক্তাদের নিয়ে টেক শহর এর বিশেষ আয়োজন

Entrepreneur_Tech Shohor

টেক শহর ডেস্ক : তথ্যপ্রযুক্তির বিষয়ক পোর্টাল ‘টেক শহর’ সম্প্রতি বেটা সংস্করণে চালু হয়। শুরুর প্রথম থেকেই পাঠকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক খবর এবং প্রয়োজনীয় তথ্যের সম্ভার নিয়ে এখন থেকে আপনাদের পাশেই আছি আমরা।

যাদের জন্য সংবাদ প্রকাশিত হয় এবং যারা সংবাদ পড়েন তাদেরকে একই জায়গাতে আনতে আমাদের এই উদ্যোগ। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে নিয়মিত ফিচার প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ই-বাণিজ্য, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান তথা তথ্যপ্রযুক্তি বিষয়ক যেকোনো উদ্যোগ ও উদ্যোক্তাদের আমরা সবার সামনে তুলে ধরতে চাই।

এই উদ্যোগে ইতিমধ্যেই আমরা পৌছে গেছি উদ্যোক্তাদের কাছে। ধারাবাহিকভাবে এসব উদ্যোগ ও উদ্যোক্তাদের নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করা হবে। আমাদের এই আয়োজনে সঙ্গেই থাকুন। এবিষয়ে আপনাদের কোনো পরামর্শ, মতামত থাকলে আমাদের জানাতে পারেন। ই-মেইল করতে পারেন এই ঠিকানায় : [email protected]

*

*

আরও পড়ুন