আয়কর জানাবে অ্যাপ

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  বছরে কত টাকা কর দিতে হবে? এমন প্রশ্নের জবাবে অনেকেই খাতা কলম নিয়ে হিসেব করতে বসে যাবেন।

তবে স্মার্ট এই যুগে অ্যাপের সাহায্যেই জানা যাবে কতো টাকা কর দিতে হবে। ব্যবহারকারীর আয়ের অংক বলে দিলে অ্যাপটি করের পরিমাণ জানিয়ে দেবে। প্রয়োজনীয় এই অ্যাপ্লিকেশনের নাম হলো ‘এনবিআর ট্যাক্স ক্যালকুলেটর’।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:

Techshohor Youtube

১. আয়ের উপর নির্ভর করে দেশের জনগণের ট্যাক্স কত তা জানাবে অ্যাপটি।

২. ই-টিন করার নিয়ম এবং আয়কর দেওয়ার সম্পূর্ণ গাইডলাইন রয়েছে অ্যাপটিতে।

apps-techshsohor

৩. কর অঞ্চল সম্পর্কিত তথ্য জানতে অ্যাপটির মাধ্যমে ফোনও করা যাবে।

৪. অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই একবার ডাউনলোডের পর ইন্টারনেট সংযোগের আর প্রয়োজন হবে না।

৫. চাইলে অ্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।

৬. আয়করের গাইডলাইন থেকে কোনো তথ্য শেয়ার করার প্রয়োজন হলে তা কপি করে শেয়ার করার সুবিধা রয়েছে।

গুগল প্লেস্টোরে ৪.২ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি ইতোমধ্যে ১০ হাজারের অধিক বার ডাউনলোড করা হয়েছে। অ্যাপটি এই ঠিকানা থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

*

*

আরও পড়ুন