প্রথম দিনে ২০ হাজার এলজি জি৬ বিক্রি

LG G6 Smartphone-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দক্ষিণ কোরিয়ার বাজারে এলজি জি৬ মডেলের স্মার্টফোন বিক্রি শুরু হয় শুক্রবার। প্রথমদিনেই অন্তত ২০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। এ সংখ্যাকে বেশ ইতিবাচকভাবেই দেখছে শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

জি৫ এর চেয়েও বিক্রিতে এগিয়ে গেছে জি৬। উদ্বোধনী দিনে আগের সংস্করণটি প্রায় ১৫ হাজার ইউনিট বিক্রি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এলজি।

LG G6 Smartphone-TechShohor

Techshohor Youtube

এলজি আরও জানিয়েছে, ইতিমধ্যেই ৪০ হাজারের অধিক ডিভাইসের প্রি-অর্ডার পাওয়া গেছে। ফলে স্মার্টফোনটি নিয়ে আগ্রহের কমতি নেই সেটি বোঝা যাচ্ছে।

আগামী ২২ মার্চ ইসরাইল ও ২৮ মার্চ অস্ট্রেলিয়ার বাজারে এটি বিক্রি শুরু হবে। এ ছাড়া যুক্তরাজ্যের আগ্রহী ক্রেতারা প্রি-অর্ডার করতে পারছেন।

জিএসএম এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

আরও পড়ুন