![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটারে কিছু সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডাউনলোডে দীর্ঘ সময় প্রয়োজন হয়। কিন্তু ডাউনলোড চলাকালীন দরকারি কাজে বাইরে যেতে হলে বা রাতে ঘুমিয়ে গেলে কম্পিউটার চালু থেকে যেতে পারে। বড় আকারের ডাউনলোডের ক্ষেত্রে এটি একটি সমস্যা। তবে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করার উপায় জানা থাকলে এ সমস্যার মুখে পড়তে হবে না।
কম্পিউটার অন করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে বা ঘুমিয়ে গেলে ডাউনলোড শেষে স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ হয়ে যাবে।
এ টিউটোরিয়ালে দেখানো হলো কেমন করে ভিন্ন কোনো সফটওয়্যার ব্যবহার ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করা যায়।
প্রথমে ডেক্সটপে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করতে হবে।
এরপর “new” থেকে Shortcut click এ ক্লিক করতে হবে।
টেক্সট বক্সে SHUTDOWN -s -t 3০ টাইপ করত হবে। t3০ হল ৩০ সেকেন্ড অর্থাৎ ৩০ সেকেন্ড হলে কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে।
এর চেয়ে বেশি সময় নির্ধারণ করতে চাইলে SHUTDOWN -s –t এর পরে আপনার প্রয়োজন অনুযায়ী সময় সেট করতে পারবেন। যেমন ৩০ মিনিটের জন্য t18০০ টাইপ করতে হবে।
তাহলে এখন নিশ্চিন্তে বড় আকারের ফাইল ডাউনলোড দিয়ে ঘুরতে যেতে পারেন বা ঘুমিয়ে নিতে পারেন।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি