![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে ইন্টারনেট সোসাইটি। সংগঠনের ঢাকা শাখার মাসব্যাপী এ কর্মসূচীর প্রথম প্রচারণা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইন্টারনেট সোসাইটির কার্যক্রম, সদস্য হওয়ার নিয়মাবলী ও সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন সোসাইটির ঢাকা শাখার সভাপতি ড. সাব্বির আহমেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন।
এ সময় জানানো হয় ‘সবার জন্য ইন্টারনেট’ এ শ্লোগানকে সামনে রেখে সমাজের সর্বস্তরে ইন্টারনেটের প্রয়োজনীয়তা তুলে ধরা এ ক্যাম্পেইনের অন্যতম একটি উদ্দেশ্য।
ড. সাব্বির জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইনিভার্সিটির মাধ্যমে শুরু হওয়া ক্যাম্পেইন আগামী ৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইনের মাধ্যমে শেষ হবে।
– সংবাদ বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি